হোম > ছাপা সংস্করণ

পাঠ্যবই বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

রাজশাহী প্রতিনিধি

গোদাগাড়ী উপজেলার মাটিকাটা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরার বিরুদ্ধে ৪০ মণ বই গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সাদিকুল ইসলাম গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

বই বিক্রির বিষয়ে প্রধান শিক্ষক ইসমত আরা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তিনি মৌখিকভাবে জানিয়ে বই বিক্রি করেছেন। তবে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন বলেছেন, এসব বই সরকারি সম্পত্তি। অবণ্টিত বই অবশ্যই ফেরত দিতে হবে। প্রধান শিক্ষক সরকারি বই বিক্রি করে দিয়ে থাকলে অপরাধ করেছেন। গোদাগাড়ীর ইউএনও জানে আলম বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলমের প্রশ্রয়ে মাটিকাটা স্কুলের প্রধান শিক্ষক নানা দুর্নীতি করে চলেছেন। এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা দুলাল আলম কোনো কথা বলতে চাননি।

স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সাদিকুল ইসলাম অভিযোগে বলেছেন, গত ১৫ সেপ্টেম্বর সকাল ৭টার সময় পরিচ্ছন্নতাকর্মী শরিফুল ইসলাম স্কুলে গিয়ে দেখতে পান, পিয়ন রাসেল ২০ বস্তা বই ভ্যানে তুলছেন। পরিচ্ছন্নতাকর্মী এ সময় পিয়ন রাসেলের কাছে জানতে চান যে বই কোথায় নিয়ে যাচ্ছেন। পিয়ন রাসেল তাঁকে জানান, হেড ম্যাডাম ভ্যান পাঠিয়েছেন। তাই বইয়ের বস্তাগুলো তুলে দিচ্ছেন। এগুলো বিক্রি করা হয়েছে। একই দিন সন্ধ্যা ৭টার পর পিয়ন রাসেল আবারও পাঁচটি ভ্যান নিয়ে স্কুলে গিয়ে বই নিয়ে যান। অভিযোগকারী বলেছেন, আনুমানিক ৪০ মণ বই পানির দরে বিক্রি করে প্রধান শিক্ষক প্রায় ২৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, সরকারি বই বিক্রি করা নিষিদ্ধ। কোনো স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের পর বই অবশিষ্ট থাকলে প্রধান শিক্ষক সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দিয়ে বইয়ের সংখ্যার পরিমাণ জানাবেন। সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা যথাযথ মাধ্যমে শিক্ষা অধিদপ্তরকে বিষয়টি জানাবেন। অবণ্টিত বই উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে হবে। অধিদপ্তর বিক্রির অনুমতি দিলে উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে প্রধান করে নিলাম কমিটি গঠন করতে হবে। কমিটি উন্মুক্ত নিলামে প্রতিযোগিতামূলক দরে বই বিক্রি করতে পারবে। সেই টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। প্রধান শিক্ষক কোনোভাবেই নিজে বই বিক্রি করতে পারবেন না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ