হোম > ছাপা সংস্করণ

ফটিকছড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী তাপস বড়ুয়ার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার বিকেলে বিহারের পাশে সড়কে এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে আল্টিমেটাম দেন।

এলাকার সমাজসেবক সমর বিজয় বড়ুয়ার সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবক অংশু বড়ুয়া, মোহাম্মদ তৈয়ব আলী, এস কে এম সেলিম উদ্দিন, ঝন্টু বড়ুয়া, অলক বড়ুয়া, তাপস বড়ুয়া মিঠু ও স্বপন বড়ুয়া নুংকু প্রমুখ। মানববন্ধনটির উপস্থাপনা করেন টিপন বড়ুয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, রাতের অন্ধকারে তাপসের ওপর হামলা প্রমাণ করে এটি পরিকল্পিত হত্যাচেষ্টা। তারা অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্ত স্থাপনের জন্য উপজেলা প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান। নইলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

প্রসঙ্গত, গত রোববার রাতে সদর থেকে বাড়িতে ফেরার পথে শহীদ দীপক সংঘ সংলগ্ন স্থানে দুষ্কৃতকারীরা তাঁর ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।

এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘হত্যাচেষ্টার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ