নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোট কারচুপির অভিযোগ এনে পুনর্গণনার দাবি জানিয়েছেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মমতাজ বেগম। তিনি গত সোমবার উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন।
আবেদনে মমতাজ বেগম উল্লেখ করেন, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাঁর মাইক প্রতীকের ১০০ ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুনা আক্তারের কলম প্রতীকে যোগ করে গণনা করা হয়। ভোট গণনার আগেই রেজাল্ট শিটে মাইক প্রতীকের এজেন্টের স্বাক্ষর নিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।
এ ব্যাপারে মমতাজ বেগম ভোট পুনর্গণনার দাবি জানিয়ে আবেদন করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত করা হবে।’