মৌলভীবাজারের কুলাউড়ার টিলার মাটি ধসে শেফালী বাউরী (২৮) নামে এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা-বাগানের কড়ইতল এ ঘটনা ঘটে।
শেফালী ওই চা-বাগানের বারী টিলার চুনু বাউরীর স্ত্রী ও দুই সন্তানের জননী। খবর পেয়ে পুলিশ বিকেলে ওই নারীর লাশ উদ্ধার করে।
ওই চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন বাউরী ও পুলিশ জানায়, বুধবার শেফালীসহ কয়েকজন নারী চা-শ্রমিক বাগানের ১৯ নম্বর সেকশনের কড়ইতল এলাকার একটি টিলার নিচ থেকে মাটি নিচ্ছিলেন। বসতঘরে ব্যবহারের জন্য তাঁরা মাটি সংগ্রহ করেন।
বেলা দেড়টার দিকে টিলার মাটি ধস নেমে তিনি মাটিচাপা পড়েন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা ধসে পড়া মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। বিকেল সাড়ে চারটার দিকে কুলাউড়া থানার উপপরিদর্শক হাবিব ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।