আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় দেশের বাজারেও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিতে সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। ফলে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরির দাম কমে দাঁড়াবে ৭৬ হাজার ৫১৬ টাকায়, যা এত দিন ছিল ৭৭ হাজার ৬৮২ টাকা।
গতকাল বাজুসের পক্ষ থেকে বলা হয়, আজ বুধবার থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে। দাম কমায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৭৬ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের ৭৩ হাজার ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৬২ হাজার ৬৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ১৯৬ টাকা।