হোম > ছাপা সংস্করণ

টিকা না পেয়ে ফিরে গেল শিক্ষার্থীরা

মুলাদী প্রতিনিধি

মুলাদীতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ভুলে টিকা না পেয়ে ফিরে গেছে দুই শতাধিক শিক্ষার্থী। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এসে টিকা নিতে না পেরে হতাশ হয়েছে তারা। গতকাল শনিবার উপজেলার চরকালেখান আদর্শ কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রে এসে টিকা না পেয়ে ফিরে যায়। টিকা না থাকার বিষয়টি শিক্ষা কর্মকর্তা না জানানোয় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে শিক্ষার্থীরা।

জানা গেছে, চরকালেখান আদর্শ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য ৮ জানুয়ারি নির্ধারণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। সেই হিসেবে কলেজ অধ্যক্ষকে চিঠিও দেন তিনি। ওই কলেজের অধ্যক্ষ ছেলেদের মুলাদী সরকারি কলেজ কেন্দ্রে এবং মেয়েদের মুলাদী সরকারি মাহমুদজান কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেন।

শনিবার সকাল ৯টা থেকেই শিক্ষার্থীরা টিকা নেওয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হতে থাকে। কিন্তু কেন্দ্রে টিকাদান কর্মীদের না দেখে হতাশ হয় তারা। পরবর্তীকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে টিকা নেই বলে জানান তিনি।

কলেজের শিক্ষার্থী হাজেরা আক্তার জানায়, কলেজের সব শিক্ষার্থীই টিকা কেন্দ্রে এসেছে। তারা প্রায় ৩০ কিলোমিটার দূর থেকে টিকা নিতে এসেছে। আগেও টিকা নিতে এসে না পেয়ে ফিরে গেছে তারা।

চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ মো. কবির হোসেন খান জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য চিঠি দিয়েছেন। কলেজ থেকে ২৩৯ জন শিক্ষার্থীকে শনিবার টিকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু বিষয়টি না জানানোয় শিক্ষার্থীরা টিকা না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, টিকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছিল। বিষয়টি ভুলে কলেজ কর্তৃপক্ষকে না জানানোয় শিক্ষার্থীরা কেন্দ্রে এসে ফিরে গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ