উত্তর কোরিয়ার ওপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে চাপে রেখেছে চীন ও রাশিয়া। কোরীয় ইস্যুতে এই দুই বৈশ্বিক পরাশক্তির তৎপরতা সামনে এসেছে সম্প্রতি জাতিসংঘের একটি গোপন নথির মাধ্যমে।
ওই নথি থেকে জানা যায়, উত্তর কোরিয়ার ওপর থেকে একাধিক বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য একটি নতুন খসড়া প্রস্তাব তৈরি করেছে রাশিয়া ও চীন।
ভবিষ্যতে ওই প্রস্তাবটি তারা ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের বৈঠকে পেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালেও রাশিয়া ও চীন এ বিষয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছিল। কিন্তু তা বৈঠকে পেশ করা হয়নি।
উত্তর কোরিয়ার মূর্তি, সামুদ্রিক খাবার, কাপড়, পরিশোধিত তেল এবং পেট্রোলিয়ামজাত দ্রব্য থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত বলে প্রস্তাবে উল্লেখ করেছে চীন ও রাশিয়া।