হোম > ছাপা সংস্করণ

অরেঞ্জ নলেজ প্রোগ্রাম

মুসাররাত আবির

ইউরোপের দেশগুলোর মধ্যে আজকাল অনেকেই নেদারল্যান্ডসের দিকে ঝুঁকছেন। কারণ নেদারল্যান্ডসে পড়াশোনার সুযোগ অনেক। তা ছাড়া পড়ালেখার মান আর বসবাসের নির্ভরযোগ্যতার কারণে দেশটিতে প্রতিবছরই হাজারখানেক শিক্ষার্থীরা পড়াশোনা করতে যান। নেদারল্যান্ডসে পড়ালেখার মান শুধু ইউরোপে নয়, গোটা বিশ্বেই স্বীকৃত। আর দেশটি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য প্রতিবছর অনেক বৃত্তিও দিয়ে থাকে।

তেমনই একটি বৃত্তি হলো ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স দ্বারা পরিচালিত ‘অরেঞ্জ নলেজ প্রোগ্রাম’। এই স্কলারশিপের মাধ্যমে বিশ্বের আন্তর্জাতিক শিক্ষার্থীরা নেদারল্যান্ডসে পড়াশোনার সুযোগ পান। বাংলাদেশসহ কয়েকটি দেশের শিক্ষার্থীরা এক থেকে দুই বছর মেয়াদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে এই স্কলারশিপে পড়াশোনা শেষ করে শিক্ষার্থীকে অবশ্যই নিজের দেশে ফেরত যেতে হবে।

ওকেপি কী

অরেঞ্জ নলেজ প্রোগ্রামের (ওকেপি) লক্ষ্য হলো একটি সমাজের টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অবদান রাখা। এর স্কলারশিপটি যেকোনো পেশার মানুষের জন্য উন্মুক্ত। সংক্ষিপ্ত কোর্স (সময়কাল ২ সপ্তাহ থেকে ১২ মাস) অথবা মাস্টার্স প্রোগ্রাম (সময়কাল ১২ থেকে ২৪ মাস) যেকোনো একটির জন্য এই প্রোগ্রামের আওতায় স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন।

যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে

ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড নিউট্রিশন

সিকিউরিটি ইন্টিগ্রেটেড

ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট

ডেলটা ম্যানেজমেন্ট

সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড রাইটস

সুযোগ-সুবিধা

  • টিউশন ফি মওকুফ করা হবে।
  • জীবনযাত্রা ভাতা বাবদ মাসিক উপবৃত্তি প্রদান করা হবে।
  • বিমানে আসা-যাওয়ার খরচ।
  • স্বাস্থ্যবিমা।

আবেদনের যোগ্যতা

  • স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
  • আবেদনকৃত প্রোগ্রামের দেওয়া একাডেমিক বিষয় পূরণ করতে হবে।
  • অন্তত দুই বছরের ফুলটাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • যাঁদের শিক্ষাদান বা গবেষণা সহকারী হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরাও এই অভিজ্ঞতা দেখিয়ে আবেদন করতে পারবেন।
  • ইংরেজি ভাষার দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনকারীর পাসপোর্ট
  • একাডেমিক কাগজ
  • দুটি রেফারেন্স লেটার
  • পার্সোনাল স্টেটমেন্ট
  • ইংরেজি দক্ষতা সনদ
  • জীবনবৃত্তান্ত (সিভি)
  • রিসার্চ প্রপোজাল (যদি থাকে)

আবেদনের প্রক্রিয়া

আবেদনকারীকে প্রথমেই একটি কোর্স নির্বাচন করতে হবে। এরপর পছন্দের বিষয়টি যে ইউনিভার্সিটি অফার করছে, সেই ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২২ মার্চ, ২০২২

মুসাররাত আবির

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ