মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১১ হাজার লিটার অক্সিজেন প্ল্যান্টের যাত্রা শুরু হয়েছে। গতকাল রোববার এ প্ল্যান্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এবং মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নেছার আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কে এম হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, মৌলভীবাজার বিএমএ সভাপতি ডা. শাব্বির হোসেন।
জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষের চাহিদা অনুসারে, স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধে ইউনিসেফের অর্থায়নে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্যোগ নেওয়া হয়। এই প্ল্যান্টে রয়েছে-ভ্যাকুয়াম পাইপ লাইন সিস্টেমসহ লিকুইড অক্সিজেন ট্যাংক, নাইট্রাস অক্সাইড, মেডিকেল মেডিকেল ভ্যাকুয়াম।