ডিপফেক নিয়ে ব্যাপক আলোচনা চলছে বলিউডে। গত কয়েক মাসে রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাটসহ অনেক অভিনেত্রীর ছবি ও ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে। নতুন এই বিড়ম্বনা নিয়ে অভিনেত্রীরা সরব হয়েছেন।
গত নভেম্বরে ডিপফেকের কবলে পড়েন রাশমিকা। সেই ঘটনায় সম্প্রতি দিল্লি পুলিশ ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে। ইমানি নবীন নামের ওই যুবক স্বীকার করেছেন, তিনি রাশমিকা মান্দানার ভক্ত। অভিনেত্রীর একটি ফ্যানপেজ চালাতেন তিনি।
ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর নেশায় পড়ে এই কাজ করেছিলেন নবীন। দিল্লি পুলিশের সক্রিয়তা দেখে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন রাশমিকা মান্দানা।
ইনস্টাগ্রাম স্টোরিতে গতকাল অভিনেত্রী লিখেছেন, ‘অভিযুক্তকে আটক করার জন্য ধন্যবাদ। এমন কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞ। অনুমতি ছাড়া নারী অথবা পুরুষ কারও ছবি বিকৃত করে ব্যবহার করা অন্যায়। আশা করি, এখন থেকে সবাই বিষয়টি মাথায় রাখবেন।’
ডিপফেক নিয়ে রাশমিকা যদিও একটা সমাধান পেয়েছেন, তবে একই বিষয়ে বিড়ম্বনায় পড়েছেন আরেক ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহি।
অভিনেত্রীর মুখের আদল থেকে গলার স্বর—এমনভাবে এআইয়ের মাধ্যমে বিকৃত করা হয়েছে, খালি চোখে যার আসল-নকল বোঝা মুশকিল। তাই বিষয়টি দেখতে পেয়েই দ্রুত সবাইকে অবগত করেছেন নোরা ফাতেহি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ডিপফেকের বিরুদ্ধে সরব হচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। শিগগিরই এ বিষয়ে কড়া আইন প্রণয়নের বিষয়ে চিন্তাভাবনা চলছে।