সখীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ীরা মেতেছেন জয় উদ্যাপনে। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে এই উৎসবের চিত্র দেখা গেছে। বিজয়ী চেয়ারম্যান, সংরক্ষিত নারী ইউপি সদস্য ও সাধারণ ইউপি সদস্যরা সবাই মেতেছেন উৎসবে।
উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, ফলাফল ঘোষণার পর গত শুক্রবার সকাল থেকেই বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকেরা আনন্দ মিছিল করছে। এ সময় তাঁরা বিজয়ীদের গলায় টাকার মালা পরিয়ে ব্যান্ড পার্টি নিয়ে নিজেদের মধ্যে রঙ ছোড়াছুড়িতে মেতে উঠছেন। আনন্দ মিছিলে যোগ দিয়েছেন মহিলা, শিশু, কিশোর, যুবক ও বৃদ্ধসহ নানা শ্রেণি-পেশার লোকজন। বিজয় মিছিল ঘুরছে ঘাটে-মাঠে-বাজারে। বিজয়ীরা স্থানীয় মুরুব্বী ও কর্মী-সমর্থকদের সঙ্গে হাত মেলাচ্ছেন কোলাকুলি করছেন।
বিজয়ী প্রার্থী ও সমর্থকেরা বলেন, ‘অনেক প্রতীক্ষা ও পরিশ্রমের পর কাঙ্খিত বিজয় ঘরে এসেছে। তাই এই বিজয়কে সবাই মিলে উদ্যাপন করছি।’