হোম > ছাপা সংস্করণ

শপথের আগেই ইউপি চেয়ারম্যান কারাগারে

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ইসরাফিল হোসেন (৩২) নামের এক যুবককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগে করা মামলায় উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চেয়ারম্যানসহ আরও ১১ আসামিকে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মজিবর রহমান দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এখনো তিনি চেয়ারম্যান হিসেবে শপথ নেননি।

ভুক্তভোগী ইসরাফিল বালিয়া ইউনিয়নের সূত্রাপুর এলাকার শামছুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি মানিকগঞ্জের সাটুরিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মজিবর রহমান (৪৫) ও তাঁর ভাতিজা সিয়াম (২০), সূত্রাপুর শান্তি কমিটির সভাপতি আব্দুল মজিদ (৭০), মজিদের ছেলে সামছুল হক (৪৫) ও নাতি সিহাব (১৭), পশ্চিম সূত্রাপুর মসজিদের সভাপতি মজিবর (৭০), স্থানীয় বাসিন্দা রাজন (৩৫), শামীম (২৫), নাছিমা আক্তার (৩২), রাশেদা বেগম (২৭)। তাঁরা সবাই উপজেলার বালিয়া ইউনিয়নের সূত্রাপুর এলাকার বাসিন্দা। গ্রেপ্তার আরও দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, গত সোমবার পূর্বশত্রুতার জেরে সূত্রাপুর চৌরাস্তা এলাকায় ইসরাফিলকে মারধর করেন চেয়ারম্যানের সমর্থকেরা। পরে সোমবারই চেয়ারম্যানসহ ১২ জনকে আটক করে পুলিশ।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদ পারভেজ জানান, সোমবার এ ঘটনায় ভুক্তভোগীর ভাই আব্দুল আওয়াল ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মঙ্গলবার সকালে চেয়ারম্যানসহ ১২ জনকে আদালতে পাঠানো হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ