গত ৩ ডিসেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি যেন বিষফোড়া’ শিরোনামে খবর প্রকাশিত হলে শ্রীনগর উপজেলার কোলাপাড়া থেকে দোগাছি ইটের সড়কের মধ্যের বিদ্যুতের খুঁটিটি সরানো হয়। সড়ক দুটি তৈরির পর দীর্ঘদিন পার হলেও রাস্তার মাঝ থেকে বিদ্যুতের খুঁটিগুলো সরানো হয়নি।
সংবাদটি প্রকাশিত হলে শ্রীনগর পল্লী বিদ্যুতের ডিজিএম মদন গোপাল শাহর নজরে আসে। তিনি তাৎক্ষণিক খুঁটিটি অপসারণ করার নির্দেশ দেন এবং এক সপ্তাহ পরেই গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তা সরিয়ে ফেলে উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস। এতে ওই এলাকাবাসী ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেছেন।
শ্রীনগর পল্লী বিদ্যুতের ডিজিএম মদন গোপাল শাহ বলেন, ‘বিদ্যুতের খুঁটিতে আসলেই দুর্ভোগ হচ্ছিল। আমরা সংবাদটি জানার পরে দ্রুত খুঁটিটি অপসারণ করে নিয়েছি।’