হোম > ছাপা সংস্করণ

ভাঙা সড়ক সংস্কার হয়নি দেড় বছরেও, দুর্ভোগ

আরিফুল হক তারেক, মুলাদী

মুলাদীতে দেড় বছরেও সংস্কার করা হয়নি ভেঙে যাওয়া সড়ক। ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী গাড়িসহ বিভিন্ন যানবাহন। এতে দুর্ঘটনার আশঙ্কা করেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, উপজেলার সফিপুর ইউনিয়নের সঙ্গে মুলাদী সদরের যোগাযোগের একমাত্র মাধ্যম মুলাদী-বেপারীর হাট-সফিপুর খেয়াঘাট সড়ক। সফিপুর ও চরকালেখান ইউনিয়নের লোকজনকে মুলাদী সদরে আসতে এই সড়ক দিয়ে চলাচল করতে হয়। এ ছাড়া হাজী সৈয়দ বদরুল হোসেন কলেজ, চরকালেখান কলেজ, চরকালেখান আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই সড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু সফিপুর ইউনিয়নের চরমালিয়া ঝুটপট্টি এলাকার অংশে সড়ক ভেঙে গেছে। দীর্ঘ দিনেও সংস্কার না করায় সড়কটি ভাঙা অবস্থায় পড়ে আছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ১৭-১৮ মাস আগে সড়কের ঝুটপট্টি এলাকার অংশ ভেঙে যায়। সংস্কার করা না হলে আগামী বর্ষা মৌসুমে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। ।

সফিপুর মুন্সীর হাটের ব্যবসায়ী আবুল কালাম বলেন, ভাঙা সড়কে পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে। গাড়ি চালকেরা মালামাল নিয়ে বাজারে আসতে চান না। তাই বেশি ভাড়া দিয়ে মালামাল বাজারে আনতে হচ্ছে।

লেগুনাচালক রুবেল হোসেন বলেন, ঝুটপট্টি এলাকা দিয়ে সড়কটির একটি বড় অংশ ভেঙে যাওয়ায় লেগুনা চালকেরা চলাচল বন্ধ করে দিয়েছে। কালেভদ্রে দুই-একজন গাড়ি নিয়ে গেলেও ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে।

সফিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী জানান, ঝুটপট্টি এলাকায় সড়ক ভেঙে যাওয়ায় সেখানে বালুর বস্তা দেওয়া হয়েছিল। বর্তমানে নতুন করে কয়েকটি স্থান ভেঙে পড়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান জানান, ভাঙা সড়কের ব্যাপারে নির্বাহী প্রকৌশলীর দপ্তরে চাহিদা পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ