পুঠিয়ায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার ওই ছাত্রীর মা বাদী হয়ে এ মামলা করেন। এর আগে, বুধবার রাতে অপহরণের ওই ঘটনা ঘটে। ওই ছাত্রী দশম শ্রেণিতে পড়ে। মামলার প্রধান অভিযুক্ত একই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির ছাত্র।
মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার রাতের খাবার শেষে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে ৪ / ৫ জন মিলে ওই ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে দ্রুত চলে যায়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন আজকের পত্রিকাকে বলেন, অপহরণের ঘটনায় মামলা হয়েছে। ওই ছাত্রীকে উদ্ধারে কাজ করছে পুলিশ।