বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর বাঐডাংগা বিএল মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ফলক উন্মোচনের মাধ্যমে সড়ক নির্মাণের কাজ উদ্বোধন করেন।
বাঐডাংগা বিএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিচুর রহমান জানান, সড়ক নির্মাণের জন্য বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন ৩ লাখ টাকা এবং লখপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ২ লাখ ৭৮ হাজার টাকা বরাদ্দ দেন। মোট ৫ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে ৮৩০ ফুট দৈর্ঘ্য ও সাড়ে আট ফুট চওড়া আরসিসি সড়ক নির্মাণ করা হবে বলে জানান তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লখপুর ইউপি চেয়ারম্যান শেখ সেলিম রেজা, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মিলন কুমার দেবনাথ, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের সব শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।