আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রিটেইল ব্র্যান্ড সুপারশপ ‘স্বপ্ন’ প্রচার করল ভিন্নধর্মী একটি ওভিসি। বাক্শক্তিহীন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের নিয়ে বানানো হয়েছে ওভিসিটি। যেখানে দেখা যাচ্ছে সুপারশপে গিয়ে একটি শিশু বিস্ময়ের সঙ্গে লক্ষ করে বাক্শক্তিহীন সেলসকর্মীরা কীভাবে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন। বাসায় ফিরে সাইন ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে শিশুটি। এ ঘটনা দেখে রীতিমতো অবাক বনে যান শিশুটির মা।
২১ ফেব্রুয়ারির সকালে এমন একটি ওভিসি (অনলাইন ভিডিও কমিউনিকেশন) দর্শকদের উপহার দিয়েছে স্বপ্ন। যেখানে নৈঃশব্দ্যের শব্দ নিয়ে চমৎকার একটি শব্দহীন ও বাক্যহীন বিজ্ঞাপনের মাধ্যমে ভাষার গুরুত্ব ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। বিজ্ঞাপনটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী দিলরুবা দোয়েল, শিশুশিল্পী সাফা ও জান্নাতুল ফেরদৌস। ভিডিওটি নির্মাণ করেছে স্বপ্নের ক্রিয়েটিভ টিম।
উল্লেখ্য, স্বপ্নের একাধিক আউটলেটে এমন বিশেষ চাহিদাসম্পন্ন ২১ ব্যক্তি বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে কাজ করছেন।