আগামী শনিবার থেকে হরিরামপুরের বয়রা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে। উপজেলার বয়রা ইউনিয়ন পরিষদ ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুরুষ ও নারীদের আলাদা সময়ে কার্ড বিতরণ করা হবে।
শনিবার ১ ও ২ নম্বর ওয়ার্ডের খালপাড় বয়রা ও কর্মকারকান্দি বয়রা এবং ৩ নম্বর ওয়ার্ডের অংশ দাসকান্দি বয়রা, রোববার ৩ নম্বর ওয়ার্ডের দাসকান্দি বয়রার বাকি অংশ, সোমবার ৪ নম্বর ওয়ার্ডের যাত্রাপুর অংশ, মঙ্গলবার ৫ নম্বর ওয়ার্ডের যাত্রাপুর অংশ, বুধবার ৬ নম্বর ওয়ার্ডের আন্ধারমানিকের এক অংশ, বৃহস্পতিবার ৭ নম্বর ওয়ার্ডের আন্ধারমানিকের দ্বিতীয় অংশ, শুক্রবার ৮ নম্বর ওয়ার্ডের আন্ধারমানিকের বাকি অংশ, শনিবার ৯ নম্বর ওয়ার্ডের দড়িকান্দি অংশে কার্ড বিতরণ করা হবে।
বয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার বলেন, ‘২ অক্টোবর শনিবার থেকে ৯ অক্টোবর শনিবার পর্যন্ত বয়রা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। এ সময় উপজেলা নির্বাচন অফিসের প্রতিনিধিসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা থাকবেন।’