হোম > ছাপা সংস্করণ

করোনার টিকা পাবে ৪৮ হাজার শিক্ষার্থী

উল্লাপাড়া ও চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও চৌহালীতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার ফাইজারের টিকা দেওয়ার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। উল্লাপাড়ার ৪২ হাজার ও চৌহালীর ৬ হাজার শিক্ষার্থীকে এ টিকা দেওয়া হবে। জানা যায়, ১৫ জানুয়ারির মধ্যে এই ৪৮ হাজার শিক্ষার্থীর টিকা দেওয়া শেষ হবে।

উল্লাপাড়া: উপজেলায় ১২-১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের গতকাল টিকা দেওয়া শুরু হয়। উপজেলার এইচটি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি আকবর আলী কলেজে দুটি প্রতিষ্ঠানের ৮টি বুথে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত টিকাদান চলে। উপজেলার মোট ৬ হাজার শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়।

এ উপজেলায় ৪২ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কে এম আহসানুল হক।

চৌহালী: সিরাজগঞ্জের চৌহালীতে মাধ্যমিক স্কুল, মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম এ আরিফ সরকার, খাষকাউলিয়া সিদ্দিকী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বাদশা মিয়া, সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা মো. আশরাফ আলী, চিকিৎসা কর্মকর্তা আবু জাফর, ফয়সাল, আতিকুর রহমান, আমির হোসেন, সরকার রফিকুল ইসলাম, ফজলুল হক, নার্স শাহনাজ পারভিন প্রমুখ।

সুম্ভুদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রী মোছা নাজনীন আক্তার বলে, ‘টিকা নিতে পেরে আমাদের বেশ ভালো লাগছে। তেমন কোনো ভয় কাজ করছে না মনে। আমরা যারা আজকে এসেছি টিকা নিতে, সবাই নিজ আগ্রহেই এসেছি।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজার ছাত্র-ছাত্রীর মাঝে গতকাল থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত টিকা দান কার্যক্রম চলবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ