বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল এবং দেশটিতে তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কাতারভিত্তিক আল জাজিরা টেলিভিশনে জেনারেল আজিজের অনিয়ম-দুর্নীতির বিষয়টি উঠে আসায় তাঁর ব্যাপারে এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। এরই মধ্যে বিষয়টি আজিজ আহমেদকে জানিয়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, সংশ্লিষ্ট আইন অনুযায়ী ভিসা রেকর্ড অত্যন্ত গোপনীয় হওয়ায় একটি ভিসার বিষয়ে তাঁরা কিছু বলতে পারবেন না।
সেনাপ্রধান হিসেবে তিন বছর দায়িত্ব পালনের পর গত ২৪ জুন অবসরে যান জেনারেল আজিজ। ছেলেকে নিয়ে গত শনিবার রাতে তিনি ইতালি গেছেন।