প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)
জগন্নাথপুর উপজেলায় আশরাফ খান (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ওই যুবক পাইলগাঁও ইউনিয়নের পূর্ব কাতিয়া গ্রামের ফিরোজ খানের ছেলে।
পুলিশ জানায়, আশরাফ গত রোববার রাতের খাবার শেষে শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন দরজা খুলে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলছেন। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মির্জা শাফায়াত হোসেন বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।