হোম > ছাপা সংস্করণ

প্রতিবাদ করায় মসজিদ কমিটির সভাপতিকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপন উপলক্ষে (৩১ ডিসেম্বর রাত) মসজিদের সামনে উচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদ করায় এক মসজিদ কমিটির সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের মহিলা কলেজ সড়কের লিচু তলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আরিফ হাসান (৩৮) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পৌর এলাকার সুমিরদিয়া স্কুলপাড়ার মৃত আমানত আলীর ছেলে ও সুমিরদিয়া স্কুলপাড়া জামে মসজিদের সভাপতি।

জানা যায়, গত ৩১ ডিসেম্বর আসরের আজানের সময় স্কুলপাড়া মসজিদের সামনে উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন কেদারগঞ্জপাড়ার আকবার আলীর ছেলে শরিফুল ওরফে ছোটনসহ বেশ কয়েকজন যুবক। মসজিদ কমিটির সভাপতি আরিফ হাসানসহ কমিটির সদস্যরা তাঁদের আজানের সময় গান বাজাতে নিষেধ করেন। এ সময় কমিটির সদস্যদের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে উভয় পক্ষ সদর থানায় পাল্টা-পাল্টাপাল্টি অভিযোগ করেন। পরদিন বিষয়টি মীমাংসা করে দেয় পুলিশ।

হাসপাতালে চিকিৎসাধীন আরিফ হাসান বলেন, ‘প্রতিদিনের ন্যায় শনিবার রাত সাড়ে ৯র দিকে আমার বিকাশের দোকান বন্ধ করে বাইসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলাম। চুয়াডাঙ্গা মহিলা কলেজের অদূরে ফিরোজ রোডের লিচু গাছের নিকটে পৌঁছালে পেছন থেকে ছোটন আমাকে ডাকতে থাকে। এ সময় আমি সাইকেল না থামিয়ে বাড়ির দিকে এগোতে থাকলে পেছন থেকে সে দৌড়ে এসে আমার পিঠে একটি কোপ মারে। আমি ভয় পেয়ে আরও দ্রুত সাইকেল চালানো চেষ্টা করলে ছোটন ও তার সঙ্গী মিলে দৌড়াতে দৌড়াতে আমার পিঠে কোপ মারতে থাকে। এ সময় আমি রাস্তার পাশের একটি বালুর স্তূপে পড়ে গেলে তারা আমার মাথায় ও হাতে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমি প্রাণভয়ে চিৎকার করলে স্থানী কয়েকজন চিৎকার করতে করতে ছুটে এলে ওরা দুজনেই পালিয়ে যায়। আমার সঙ্গে একটি ব্যাগে দোকানের তিন লাখ টাকা ছিল। ওরা পালানোর সময় সেই টাকার ব্যাগ নিয়ে গেছে।’

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহরব হোসেন বলেন, আরিফের পিঠে, মাথায়, হাতে ও পায়ে জখমের চিহ্ন পেয়েছি। তাঁর ক্ষতস্থানে ৬০ টির অধিক সেলাই দেওয়া হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। তবে অভিযুক্তদের ধরতে পুলিশের একটি টিম মাঠে কাজ করছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ