হোম > ছাপা সংস্করণ

গোসাইরহাট পৌরসভায় হচ্ছে ভোটার তালিকা পুনর্বিন্যাস

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভায় ভোটার তালিকা পুনর্বিন্যাসের কার্যক্রম শুরু হচ্ছে। গত সোমবার ভোটার তালিকা পুনর্বিন্যাসের কার্যক্রম পরিচালনার অনুমোদনসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের সহকারী সচিব মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভোটার তালিকা পুনর্বিন্যাসের কার্যক্রম দ্রুত সম্পন্ন করে খুব শিগগির কমিশনে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস ও বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ১০ আগস্ট গোসাইরহাট পৌরসভার সীমানা জটিলতা নিরসনের জন্য সীমানা পুনর্গঠনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সে অনুযায়ী গোসাইরহাট পৌরসভার ওয়ার্ডভিত্তিক ভোটার এলাকা গঠন করা হয়েছে। ভোটার এলাকাগুলোর তথ্য সংশোধন ও হালনাগাদ করার নিমিত্তে ভোটার তালিকা পুনর্বিন্যাস করতে হবে। সে লক্ষ্যে একজন পুনর্বিন্যাসকারী ও ৯ জন সহকারী পুনর্বিন্যাসকারী কর্মকর্তা নিয়োগের জন্য কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়েছে। নিয়োগকৃত কর্মকর্তারা গোসাইরহাট পৌরসভার ওয়ার্ডভিত্তিক ভোটার এলাকা অনুযায়ী ভোটার তালিকা পুনর্বিন্যাস কার্যক্রম সম্পন্ন করলে তথ্যগুলো নির্বাচন কমিশনে পাঠানো হবে।

গোসাইরহাটের উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গোসাইরহাট পৌরসভার ওয়ার্ডভিত্তিক ভোটার এলাকা গঠন করা হয়েছে। এখন ভোটার তালিকা পুনর্বিন্যাস কার্যক্রম সম্পন্ন করার জন্য কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা নির্বাচন অফিস থেকে চিঠি পেলেই ভোটার তালিকা পুনর্বিন্যাস কার্যক্রম শুরু করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ