অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে জমে উঠেছে জামাই-শাশুড়ির ভোটের প্রচার।
খোঁজ নিয়ে জানা গেছে, এই ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রচার চালাচ্ছেন সুরোভী ইসলাম। আর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন জামাতা এস এম সিরাজুল ইসলাম মান্নু। তিনি ওই ইউপির সাবেক চেয়ারম্যান। এ নিয়ে ইউনিয়নব্যাপী চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের বায়েজিদ হোসেন বলেন, ‘সুরোভী ইসলাম ও তাঁর জামাতা এস এম সিরাজুল ইসলাম মান্নু প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সবার মাঝে আলোচনা সৃষ্টি করেছে।’
এস এম সিরাজুল ইসলাম মান্নু বলেন, ‘সুরোভী আমার চাচাতো শাশুড়ি হলেও নির্বাচনের মাঠে কোনো আত্মীয়ের সম্পর্ক থাকে না। আশা করি জয় পাব।’
সুরোভী ইসলাম বলেন, ‘আমার জামাই একই পদে নির্বাচন করলেও আমার জন্য কোনো সমস্যা হচ্ছে না।’