নাচের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও ভারতীয় টিভি সিরিয়ালের প্রিয়মুখ হয়ে ওঠেন একসময়। তারপর ২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘শিদ্দাত’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন রাধিকা মদন। তাঁর ঈর্ষণীয় সুন্দর ত্বকের রহস্য কী, তা জেনে নিন।
বেসন, দুধ, জাফরান ও আমন্ড বাটার মিশ্রণ মুখে লাগান।
ত্বকের মরা কোষ ঝরাতে বাদামের গুঁড়ো দিয়ে স্ক্র্যাব করেন।
প্রাকৃতিক টোনার হিসেবে গোলাপজল মুখে বুলিয়ে নেন।
ত্বকের শুষ্কতা কমাতে ঘি ও নারকেল তেল ব্যবহার করেন।