রূপসা প্রতিনিধি
রূপসায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. শিমুলকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার সন্ধ্যায় খুলনা র্যাব-৬ এর একটি দল উপজেলার জাবুসা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
র্যাব সূত্রে জানা গেছে, রূপসার জাবুসা মোড় এলাকায় অবস্থান করছে একজন পরোয়ানাভুক্ত পলাতক আসামি শিমুল- এমন তথ্যের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিমুলকে আটক হয়। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।