হোম > ছাপা সংস্করণ

চাহিদা মিটিয়ে পীরগঞ্জের সবজি যাচ্ছে সারা দেশে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

বিভিন্ন ধরনের সবজি উৎপাদনে সফলতা দেখাচ্ছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চাষিরা। চলতি মৌসুমে উপজেলার চাহিদা মিটিয়ে উদ্ধৃত সবজি পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়।

চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানকার লাউয়ের কদর দেশব্যাপী। খরচের তুলনায় ভালো লাভ হওয়ায় দিন দিন লাউ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন তাঁরা। অন্যান্য সবজির দামও আগের বছরের তুলনায় এবার ভালো পাওয়া যাচ্ছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, পীরগঞ্জ সবজি উৎপাদনের ক্ষেত্রে দীর্ঘদিন থেকে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এখানকার চাষিরা সারা বছর নানা ধরনের শাকসবজি চাষ করে থাকেন। চলতি মৌসুমে ১ হাজার ৮০০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে।

উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সবজিখেতে চাষিরা কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন। প্রচুর পরিমাণ শসা, করলা, লাউ, কুমড়া, চিচিঙ্গা, বেগুনসহ নানা ধরনের সবজি উৎপাদিত হয়েছে। প্রতিদিন সকালে পীরগঞ্জ কলেজ বাজার, সেনুয়া, লোহাগাড়া, জনগাঁও, নাককাটি ও ভাবনাগঞ্জ বাজারে সবজির পাইকারি হাট বসে।

হাজীপুর ইউনিয়নের কটসিংগা গ্রামের জাহেরুল ইসলাম বলেন, ‘৫০ শতক জমিতে লাউ চাষ করেছি। খরচ হয়েছে ৩০ হাজার টাকা। ইতিমধ্যে প্রায় ৮০ হাজার টাকার লাউ বিক্রি করেছি। আরও ২০ থেকে ২৫ হাজার টাকার বিক্রি করতে পারব।’

ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া এলাকার রুবেল রানা জানান, এবার তিন বিঘা জমিতে করলা আবাদ করেছেন। সেই সঙ্গে মাচায় ঝুলছে লাউ আর মাটিতে কুমড়া।

রুবেল বলেন, অন্য সবজির চেয়ে লাউ, করলা চাষ লাভজনক। উৎপাদন ব্যয় কম অথচ লাভ বেশি হওয়ায় দিন দিন কৃষকেরা এসব সবজি চাষের দিকে ঝুঁকছেন।

উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা পঙ্কজ রায় বলেন, বর্তমানে পীরগঞ্জে প্রতিদিন কয়েক শ মণ সবজি বিশেষ করে লাউ, বেগুন, কুমড়া, করলা ও চিচিঙ্গা পাইকারি হারে বিক্রি করা হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ