সপ্তম ধাপে সিলেট বিভাগের মাত্র এক ইউপিতে সাত ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটি হলো জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউপি।
নির্বাচনে অংশ নিতে ৮০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৫৮ প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন-বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুল মতিন শাহীন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত আলীম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (স্বতন্ত্র প্রার্থী) মো. ইন্তাজ আলী, মো. আব্দুল মালিক পাখি (স্বতন্ত্র), মো. জালাল উদ্দিন লিটন (স্বতন্ত্র), ইসলাম উদ্দিন (স্বতন্ত্র), মো. নাজিম উদ্দিন (স্বতন্ত্র) ও জসিম উদ্দিন (স্বতন্ত্র)।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হাসনাত চৌধুরী জানান, নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনে নিজপাট ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৬৭৪ জন। তার মধ্যে পুরুষ ১২ হাজার ৩৮ জন এবং নারী ৯ হাজার ৬৩৬ জন। নিজপাট ইউপিতে ৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।