হোম > ছাপা সংস্করণ

ইসির চিঠি উপেক্ষা করে এলাকায় সাংসদ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদকে নির্বাচনী এলাকা ত্যাগ করার জন্য নির্বাচন কমিশন চিঠি দিয়েছে। তবে সাংসদ সেটি উপেক্ষা করে নিজ এলাকায় অবস্থান করছেন।

অভিযোগ রয়েছে, সাংসদ মোছলেম উদ্দিন চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন।

জানা গেছে, গত মঙ্গলবার সকালে চরণদ্বীপ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল লতিফের বাড়িতে বৈঠকে অংশ নেন সাংসদ মোছলেম উদ্দিন। পরে বেলা সাড়ে ১১টার দিকে সাংসদ গোমদন্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয় হলরুমে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেলে তিনি উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলার সমাপনীতে বক্তব্য দেন।

তবে ২৫ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে সাংসদকে অবিলম্বে এলাকা ত্যাগ করার জন্য অনুরোধ করা হয়। এর আগে সাংসদ মোছলেম উদ্দিন আচরণবিধি না মেনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ব্যানারে পোপাদিয়া, শাকপুরা, কড়লডেঙ্গা, আমুচিয়া ও সারোয়াতলী ইউপিতে নির্বাচনী প্রচারে অংশ নেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ‘এলাকা ত্যাগ করার জন্য ইসির নির্দেশনার চিঠি গত শনিবার সাংসদের কাছে পৌঁছেছে। এরপরও সাংসদের এলাকায় অবস্থান করা বিধি পরিপন্থী। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ