রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গতকাল রোববার স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
একটি কেন্দ্রে পরীক্ষার মাধ্যমে ২০ সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ মেলায় খুশি পরীক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁরা বলছেন এতে করে সময়, অর্থ ও ভোগান্তি কমেছে।
গতকাল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি একাডেমিক ভবনে স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য ৩ হাজার ৬০০ পরীক্ষার্থী আঞ্চলিক কেন্দ্র হিসেবে বেরোবিকে বেছে নেন।
এ ছাড়া ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটে ৩ হাজার ৬০০ জন এবং ১ নভেম্বর ‘সি’ ইউনিটে ১ হাজার ৭৬৮ জন পরীক্ষার্থী এই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।
গতকাল পরীক্ষায় অংশ নেওয়া ইসরাত জাহান মিলি নামে এক শিক্ষার্থী বলেন, ‘২০টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে হওয়ায় একটি কেন্দ্রে পরীক্ষা দিয়েই রক্ষা পেলাম। না হলে ২০ দিন ২০টি বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দেওয়া লাগত। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ।’
শহীদুল ইসলাম নামে একজন অভিভাবক জানান, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় একই সঙ্গে সময়, অর্থ ও ভোগান্তি কমেছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
বেরোবির প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি। পরবর্তী পরীক্ষার জন্য আমরা প্রস্তুত আছি।’
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করা বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ বলেন, ‘দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করছে। এর ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ভোগান্তি লাঘব হবে।’