ফুলতলার বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিনে ও রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা আসামিরা হলেন, গাড়াখোলা গ্রামের ফরহাদ ফকির, বেগুনবাড়িয়া গ্রামের নাজমা বেগম, রাড়ীপাড়া গ্রামের সবুজ শেখ, দামোদর উত্তরপাড়ার রেজাউল শেখ, মোছা. নূরী বেগম ও দামোদর গ্রামের আফরোজা ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছয়জন ছাড়াও বুধবার রাতে ফুলতলার গরুর হাট এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ নাজমুল হুসাইন সিকদার (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত নাজমুল তাঁজপুর এলাকার বাসিন্দা।
এ বিষয়ে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, ‘বুধবার দিনে ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তা ছাড়া গরুর হাট এলাকা গাঁজাসহ নাজমুল নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।