বাংলাদেশের গীতিকার, সুরকার ও গায়ক প্রীতম আহমেদ দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করছেন। সেখানেই করছেন গানের চর্চা। গানের পাশাপাশি সেখানে তাঁকে পাওয়া গেছে অভিনয়েও। ইতিমধ্যেই ব্রিটিশ সিরিজে নাম লিখিয়েছেন তিনি। তালিকাভুক্ত হয়েছেন ব্রিটিশ অ্যাক্টর ও পারফরমার হিসেবে।
এবার যুক্তরাজ্যে একটি মিউজিক ট্যুর শুরু করতে যাচ্ছেন প্রীতম। নাম দিয়েছেন ‘অ্যাংলো-বেঙ্গলি মিউজিক ট্যুর!’ আগামী ২৪ জুন এই ট্যুরের প্রথম শো হবে ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিক অঙ্গনের অন্যতম ভেন্যু লন্ডনের রিচমিক্সে। যেখানে প্রীতমের সঙ্গে বাজাবেন তাঁর ব্যান্ডের সদস্য ডেভিড, ওলি, ক্রিশ, ল্যাকিস ও এনাস্তাশিয়া।
প্রীতম বলেন, ‘আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এই ট্যুরের মাধ্যমে। আন্তর্জাতিক শ্রোতাদের জন্য নতুন ইংরেজি গান আর আমার নিজের বাংলা প্লে-লিস্ট থেকে উল্লেখযোগ্য গানগুলো নিয়ে হবে দুই ঘণ্টার একক অনুষ্ঠান।’
প্রীতম আরও জানান, এগুলো অন্যের লেখা ও সুর করা ফোক গানের সঙ্গে নতুন যন্ত্র বাজিয়ে ফিউশন নয়। প্রীতমের নিজের লেখা ও সুর করা নতুন গান, নতুন সৃষ্টি। প্রীতম বলেন, ‘প্রাচ্য ও পাশ্চাত্যের সুর, বাংলা ও ব্রিটেনের সংগীত মিলেমিশে এক করে উপস্থাপনের এই আয়োজনের প্রথম অনুষ্ঠান লন্ডন শহর দিয়ে শুরু। ব্রিটিশ শ্রোতাদের পাশাপাশি বাংলাদেশি শ্রোতাদের পেলে খুব ভালো লাগবে।’
আপাতত লন্ডন, ম্যানচেস্টার, বার্মিংহাম’সহ ইংল্যান্ডের বড় বড় শহরে হবে প্রীতম আহমেদের এই ট্যুর। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এটি ছড়িয়ে দেওয়ার ইচ্ছে আছে তাঁর।