ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রণিত অধিকারী জাতীয় পর্যায়ে শেখ রাসেল পদক পেয়েছেন। তাকে স্বর্ণপদক ও ল্যাপটপ দেওয়া হয়েছে। রাসেল দিবসে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে এই রাসেল পদক দিয়েছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ বছর শিল্প, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ে পাঁচটি ক্যাটাগরিতে ১০ জনকে এই পদক দেওয়া হয়েছে। ঝালকাঠির রণিত অধিকারী শিক্ষা ক্যাটাগরিতে পদক পেলেও সামগ্রিক বিষয় বিবেচনায় ১০ জনের মধ্যে তাকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে।
ঝালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয় এই মেধাবী ছাত্র রণিত অধিকারী এখন পর্যন্ত এ নিয়ে জাতীয় পর্যায়ে ৭ টিতে প্রথম পুরস্কার পেয়েছে। জেলা পর্যায়ে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ১০১টি প্রথম, ৩৭টি দ্বিতীয় ও ২২টি তৃতীয় পুরস্কার পেয়েছে। জেলা পর্যায়ে প্রথম পুরস্কারের মধ্যে ৮০ টিতে চিত্রাঙ্কন ও অন্য ২১টিতে চিঠি লেখা, রচনা প্রতিযোগিতা, আবৃতি, সংগীত ও খেলাধুলা বিষয়ক প্রতিযোগিতায়।
২০১৪ সালে আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়ে প্লে শ্রেণিতে পড়া অবস্থায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান। সেই থেকে ধারাবাহিকভাবে রণিত অধিকারী নিজের মেধার প্রমাণ দিয়ে চলেছে।