জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে যৌতুক মামলায় তিন ভাইসহ পৃথক আরও দুটি মামলায় পরোয়ানাভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁদের জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত বুধবার রাতে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকার বকুল, তাঁর ভাই বেলাল আহমদ ও হেলাল আহমদ। সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হাফিজুর রহমান বাবুল, তাঁর ভাই সুফি মিয়া, একই গ্রামের খলিলুর রহমান ও তার ভাই ইলাছুর রহমান। থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।