হোম > ছাপা সংস্করণ

বাদামে হাসি কৃষকের

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে চরাঞ্চলে বাদাম তোলা শুরু হয়েছে। ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি কৃষকেরা।

উপজেলার অষ্টমীরচর, নয়ারহাট ও চিলমারী ইউনিয়নের বিভিন্ন চর ঘুরে দেখা গেছে, এসব চরাঞ্চলে কৃষাণ-কৃষাণীরা বাদাম তোলা ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার নয়ারহাট ইউনিয়নের উত্তর ফেইচকা গ্রামের কৃষক মো. শাহিন মিয়া জানান, চলতি মৌসুমে তিনি ৬৫ শতাংশ জমিতে উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় ও পরামর্শে বাদাম চাষ করেছেন। ফসল ঘরে তোলা পর্যন্ত ৬৫ শতাংশ জমিতে তাঁর খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। তিনি আশা করছেন বাজারে মণ প্রতি ১ হাজার ৮০০ টাকা বিক্রি হলে তাঁর প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা লাভ হবে। তিনি বলেন, ‘প্রতি বছর বাদাম আবাদ করছি, বাদাম বিক্রি করে যা আয় হয় তা দিয়ে সংসার চলে এবং ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চালাচ্ছি।’

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য মতে, চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন হয়েছে। এবার বাদাম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৩৫০ হেক্টর জমিতে। তবে এর মধ্যেই ১ হাজার ৪০৬ হেক্টর জমির বাদাম অর্জিত হয়েছে। তবে শুধু বাদাম চাষই নয় পাশাপাশি চরাঞ্চলে চাষ হয়েছে মসুর ডাল, খেসারি, ছোলা, ও মাষকলাই। নয়ারহাট ইউনিয়নের উত্তর ফেইচকা এলাকার কৃষাণী ইছমত আরা বলেন, ‘চরে এবারে বাদাম চাষ ভালো হয়েছে আমি প্রতিদিন বাদাম তোলার কাজে ২০০ থেকে ৩০০ টাকা হাজিরা পাচ্ছি।’

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকামাকড়ের আক্রমণ না থাকায় এবারে বাদামের ফলন ভালো হয়েছে। আমরা সব সময় কৃষকের সঙ্গে যোগাযোগ রাখছি আরেও কীভাবে বাদামের আবাদ ভালো করা যায় সে বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকেরা বাদাম তুলছেন এবং কেউ কেউ বীজ সংরক্ষণ করছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ