হোম > ছাপা সংস্করণ

গোপালপুরে বোমাসদৃশ বস্তু রেখে চাঁদা দাবি

গোপালপুর প্রতিনিধি

গোপালপুর পৌরসভার নন্দনপুর বাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। সঙ্গে দুটি চিঠি। চিঠিতে ভবনমালিকের কাছে লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ভবনমালিক রাজ্জাক মিয়া লিটুর কাছে এই চাঁদা দাবি করা হয়।

এমনকি বিষয়টি প্রশাসনকে জানানো হলে পরিবারের সদস্যদের গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে ওই চিঠিতে। তবে কে বা কারা এই হুমকি ও চাঁদা দাবি করেছে তা জানা যায়নি।

জানা গেছে, গোপালপুর পৌরসভার নন্দনপুর বাজার এলাকায় ভবন নির্মাণ করছেন আব্দুর রাজ্জাক মিয়া লিটু। ভবনের পাশে একটি টিনের ঘরে রিপন আহম্মেদ, ঝরনা বেগম ও তাঁর মা রেহেনা পারভীন বসবাস করেন। গতকাল বুধবার সকালে রেহেনা পারভীন নির্মাণাধীন বাসার সামনে একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। দুটি চিঠি পান। চিঠিতে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ও চাঁদার বিষয়টি প্রশাসনকে জানালে বোমা দিয়ে বাসা উড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে ভবনমালিকের ছেলেকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। চিঠিতে আরও বলা হয়, বাড়ির পাশে চালতাগাছের গোড়ায় বুধবার রাত ১২টার আগে টাকা রেখে আসতে হবে। না হলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমাটি বিস্ফোরিত করা হবে।

রেহেনা পারভীনের ভাতিজা আল মাসুদ বলেন, ‘সকালে চাচি রেহেনা পারভীন নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনে লাল টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পাই। বিষয়টি পৌর মেয়র রকিবুল হক ছানাকে জানানো হয়। পরে পুলিশ এসে বাড়িটি ঘিরে রাখে। ধারণা করা হচ্ছে, কোনো কিশোর গ্যাং অথবা মাদকাসক্তরা এই কাজ করেছে। এই এলাকায় কিশোর গ্যাংদের উৎপাত ও মাদকসেবী আগের তুলনায় বেড়েছে।’

গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) মামুন ভূঁইয়া জানান, খবর পেয়েই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বস্তুটি বোম না অন্য কিছু তা প্রথমে জানা যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর ঢাকা থেকে বোম ডিসপোসাল টিম এসে কাজ শুরু করে। তবে বস্তুটি বোম নয় বলে প্রমাণিত হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ