শেরপুর শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বাল্যবিবাহ না করার শপথ নেওয়া কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের মডেল গার্লস স্কুলে উপস্থিত সকল শ্রেণির শিক্ষার্থীকে শপথ গ্রহণ করানো হয়। এ সময় ফাইট ফর চিলড্রেনস রাইটসের (এফএফসিআর) নির্ধারিত ফরমে স্বাক্ষর নেওয়া হয়।
সংগঠনটি বছরব্যাপী শিশু অধিকার রক্ষায় শিশু অধিকার ক্যাম্পেইনের অংশ হিসেবে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। স্কুল শিক্ষার্থীদের সংগঠন ‘ফাইট ফর চিলড্রেনস রাইটস এর উদ্যোগ গ্রহণ করে।
শপথ ও স্বাক্ষর গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন মডেল গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা দিলরুবা বেগম। এ সময় সংগঠনের উপদেষ্টা ও নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুরের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক-কবি রফিক মজিদ, প্রভাষক মাসুদ হাসান বাদল, এফএফসিআর সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিদম উপস্থিত ছিলেন।
এফএফসিআরের সভাপতি ফারাবি জাবিন জানান, করোনায় দীর্ঘদিন পর স্কুল-কলেজ খোলা হয়েছে। এই সময় অনেক শিশু কন্যাকে পারিবারিক চাপে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। তাই এফএফসিআর বছরব্যাপী শিশু অধিকার রক্ষায় কাজ করছে।