গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এবং বর্তমান মেয়র মুজিবুর রহমানের নির্বাচনী প্রচারে বাধা ও ভাঙচুরের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সোমবার সন্ধ্যায় পৌরসভার কালামপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতে তোলা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন পৌরসভার কালামপুর এলাকার ইব্রাহীম (২৬) ও শামীম (২২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মোবাইল প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মুজিবুর রহমানের কর্মীরা সোমবার সন্ধ্যায় পৌরসভার কালামপুর এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি দল সেখানে উপস্থিত হয়ে নির্বাচনী প্রচারে বাধা দেয়। একপর্যায়ে গাড়ি এবং মাইক ভাঙচুর করে মুজিবুর রহমানের কর্মীদের মারধর করেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাসার বলেন, নির্বাচন প্রচারে বাধা দেওয়া ও গাড়ি ভাঙচুর করায় দুজনকে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।