হোম > ছাপা সংস্করণ

গোপালপুরে নৌকার মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

গোপালপুর প্রতিনিধি

গোপালপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রতীকের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গত শনিবার রাতে ঝাওয়াইল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা ঝাওয়াইল বাজারে এ সমাবেশ করেন।

জানা গেছে, উপজেলার ৭ ইউপির ৫ টিতে সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকি দুই ইউপি ঝাওয়াইল ও হেমনগরে তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন ভোট গ্রহণ হবে। এ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ঝাওয়াইল ইউনিয়নে আওয়ামী লীগের ৯ জন চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।

তাঁরা হলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান ও ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, গোপালপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়শা আক্তার শিখা, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একামত আলী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান তালুকদার, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক কামরুজ্জামান, টাঙ্গাইল জেলা তাঁত লীগের সদস্য নজরুল ইসলাম, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মজনু।

এদিকে, গোপালপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়শা আক্তারকে দলের মনোনয়ন দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে অন্য প্রার্থীরা সমর্থক ও কর্মীদের নিয়ে ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

এ বিষয়ে আয়শা আক্তার শিখা জানান, ‘আমি প্রার্থী হয়েছিলাম, আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণের কাছে নৌকার বিজয় সুনিশ্চিত করার দাবি জানাই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ