আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর রংপুর বিভাগের ৮ জেলার ৬৭০টি কলেজের প্রায় ১ লাখ ১৫ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আট জেলায় ২০৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের পরীক্ষা শাখার কর্মকর্তারা জানান, এ বছর মোট পরীক্ষার্থী ১ লাখ ১৫ হাজার ৭৯৫ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫৭ হাজার ৬৯৯ জন, ছাত্রী ৫৮ হাজার ৯৬ জন। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৫ হাজার ৯১ জন। আর অনিয়মিত পরীক্ষার্থী ১০ হাজার ৫৬৭ জন ও জিপিএ উন্নয়ন ১৩৭ জন।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার সবচেয়ে বেশি কেন্দ্র দিনাজপুর জেলায় ৪২টি। রংপুর জেলায় ৪০টি, গাইবান্ধায় ৩০, নীলফামারীতে ২৪, কুড়িগ্রামে ২৪, লালমনিরহাটে ১১, ঠাকুরগাঁওয়ে ২০ ও পঞ্চগড়ে ১২টি।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম বলেন, ‘আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছি।