হোম > ছাপা সংস্করণ

ময়দানদিঘি শহীদ মিনার অযত্ন-অবহেলায়

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় ময়দানদিঘি বাজারে ভাষাশহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটি অযত্ন আর অবহেলায় পড়ে আছে। ময়লা, আবর্জনা ও আগাছায় ভরে গেছে শহীদ মিনার চত্বর। এই স্থান থেকে মানুষের মল-মূত্র ত্যাগের কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ ছাড়া শহীদ মিনারটির জায়গা দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী মহল।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ভাষাশহীদদের স্মরণে প্রায় ৩০ বছর আগে উপজেলার ময়দানদিঘি বাজারের উত্তরপাশে কমিউনিটি সেন্টারসংলগ্ন সরকারি জমিতে নির্মাণ করা হয় একটি শহীদ মিনার। খানমরিচ ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত শহীদ মিনারটিতে স্থানীয় লোকজন প্রতিবছর ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন। কিন্তু এলাকার প্রভাবশালী মহল শহীদ মিনারটির প্রবেশপথসহ জায়গা স্থান দখল করে ঘর তোলেন। এতে শহীদ মিনারটিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা অসম্ভব হয়ে পড়ে। বর্তমানে শহীদ মিনার চত্বরটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয়রা শহীদ মিনারটির এমন অযত্ন ও অবহেলায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক সচেতন ব্যক্তি বলেন, শহীদ মিনারের জায়গা দখল করে রেখেছেন স্থানীয় প্রভাবশালী মহল। এ ছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে শহীদ মিনারটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

স্থানীয় বাসিন্দা মেহেদি হাসান বলেন, শহীদ মিনারটি ময়লা আবর্জনায় ভরে রয়েছে। ২১ ফেব্রুয়ারির আগেই শহীদ মিনারটি ব্যবহারের উপযোগী করা হলে স্থানীয় লোকজন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারতেন।

স্থানীয় বাসিন্দা নুরুল আমিন বলেন, শহীদ মিনারটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। সেখানে মানুষ মলমূত্র ত্যাগ করছে। জায়গা দখল করে মানুষ ঘর তুলেছেন। তিনি শহীদ মিনারটি দখলমুক্ত করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান আজকের পত্রিকাকে বলেন, তিনি ভাষাশহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ