নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ময়লার স্তূপ থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রহমতনগর এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করেন স্থানীয় এক ব্যক্তি। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
নবজাতকটিকে হাসপাতালে নিয়ে যান মো. সজল। তিনি বলেন, ‘সিদ্ধিরগঞ্জের রহমতনগর এলাকার একটি ডাস্টবিনে জীবিত অবস্থায় শিশুটি পড়েছিল। আমরা নবজাতকটিকে প্রথমে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানায় জানাতে বলে। পরে সিদ্ধিরগঞ্জ থানা থেকে সজলকে দিয়ে উন্নত চিকিৎসার জন্য ওই নবজাতককে ঢামেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক নবজাতককে ঢামেকের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নবজাতকটির বয়স ১ দিন হবে। তার চিকিৎসা চলছে। এখন সে সুস্থ আছে।