হোম > ছাপা সংস্করণ

কবরস্থানে জমি দান ভোটে হেরে ফেরত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কবরস্থানে জমি দান করে পরে তা ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে দাইপুকুরিয়া ইউপি নির্বাচনে পরাজিত সদস্য প্রার্থী তসলিম উদ্দিনের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, নির্বাচনের সময় স্থানীয় দারিগাছা কেন্দ্রীয় কবরস্থানে দুই কাঠা জমি দান করার প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোটে পরাজিত হওয়ার পর তিনি জমি দানের কথা অস্বীকার করেন। এতে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পরাজিত সদস্য প্রার্থী তসলিম উদ্দিন বলেন, ‘আমি কবরস্থানে জমি দানের কথা বলিনি। স্থানীয় লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন।’

জানা গেছে, তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলার দাইপুকুরিয়া ইউপিতে ভোট হয়। এতে ৬ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে ভোট করেন মো. তসলিম উদ্দিন। তিনি ৫১০ ভোট পেয়ে পরাজিত হন।

দারিগাছা কেন্দ্রীয় কবরস্থানের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বলেন, ‘আমরা এই কবরস্থান ২০০৯ সালে তৈরি করি। তখন থেকে আমরা আশপাশের জমি কিনে গোরস্থানের আয়তন বড় করার চেষ্টা করি। কিন্তু কবরস্থানের কোনো প্রবেশপথ ছিল না। তাই তসলিম উদ্দিন নির্বাচনের সময় প্রবেশপথের জন্য দুই কাঠা জমি দিতে চান। আমরা পাশের এলাকা থেকে মাটি কিনে প্রবেশপথ তৈরি করি। কিন্তু নির্বাচনে পরাজিত হয়ে তিনি জমি দিতে অস্বীকার করছেন। পরে আমরা ওই জমি কেনার প্রস্তাব দিই। কিন্তু তিনি ওই জমির দাম চাচ্ছেন ৪ লাখ টাকা। অথচ আশপাশের জমির মূল্য ৩০-৪০ হাজার টাকা কাঠা।

স্থানীয় বাসিন্দা রজিনা বেগম বলেন, ‘নির্বাচনের আগেই শুনেছি, তিনি কবরস্থানের জন্য ২ কাঠা জমি দান করেছেন। আমরা খুশিতে তাঁকে ভোট দিয়েছি। কিন্তু নির্বাচনের কয়েক দিন পরই জানতে পেরেছি, তিনি জমি দান করবেন না।’

দাইপুকুরিয়া ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মরজেম আলী বলেন, ‘ভোটের আগে আমিও শুনেছি তিনি জমি দান করেছিলেন। তবে এখন অস্বীকার করছেন তা লোকমুখে শুনেছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ