হোম > ছাপা সংস্করণ

তরুণীর ছুরিকাঘাতে জুয়েলারি মালিক আহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে এক জুয়েলার্সের মালিককে ছুরিকাঘাত করে সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী বাজারের চাঁদ আলী মোড়ে ‘মিঠু জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।

আহত জুয়েলার্সের মালিকের নাম মোস্তাফিজুর রহমান ওরফে মিঠু জোয়ার্দ্দার (৫৪)।

বাজারের ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত তরুণী বাজারের ‘মিঠু জুয়েলার্স’ নামের দোকানে গিয়ে স্বর্ণের চেন কিনতে চান। তাঁকে চেনটি দেখানোর সুযোগে কিছুক্ষণ পর হঠাৎ সে দৌড়ে পালানোর চেষ্টা করলে জুয়েলার্সের মালিক মিঠু জোয়ার্দ্দার তরুণীর হাত চেপে ধরে আটকানোর চেষ্টা করেন। এ সময় ওই তরুণী একটি ধারালো চাকু দিয়ে জুয়েলারির মালিক মিঠু জোয়ার্দ্দারের পেটে আঘাত করেন। এতে মিঠু জোয়ার্দ্দার গুরুতর আহত হন। এ সুযোগে তরুণী দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাঁকে চাকুসহ আটক করে পুলিশে সোপর্দ করেন। অপর দিকে গুরুতর আহত মিঠু জোয়ার্দ্দারকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ