বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামে স্বামী-স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্যের ঘটনায় মামলা করেছেন তাঁদের পরিবার। গত শুক্রবার বিকেলে মামলাটি করেন গৌরাঙ্গ ঘোষের চাচাতো ভাই কৃষ্ণ ঘোষ।
গতকাল রোববার থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।গত শুক্রবার দুপুরের দিকে নিজ ঘর থেকে গৌরাঙ্গ ঘোষ ও তাঁর স্ত্রী তমা ঘোষের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি বলেন, নিহতের চাচাতো ভাই কৃষ্ণ ঘোষ অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছেন।