হোম > ছাপা সংস্করণ

গায়ে নতুন পোশাক মুখে হাসি তাদের

ঘাটাইল প্রতিনিধি

সিয়াম, সানজিদা, সেতু, সাব্বির, রিপন, ফাহিম, রিদয় ওরা সবাই ঘাটাইল উপজেলার মাকড়াই আশ্রয়ণ প্রকল্পে বেড়ে ওঠা শিশু। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সবাই পেয়েছে নতুন জামা। গত রোববার উপজেলা প্রশাসন উপহার হিসেবে তাদের হাতে তুলে দেয় নতুন পোশাক।

নতুন জামা পেয়ে আট বছরের সাব্বির জানায়, তার ঈদের মতো লাগছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম জানায়, তার স্কুলড্র্রেসটি পুরোনো হয়ে গেছে। এখন নতুন জামা পরে স্কুলে যেতে পারবে।

শারীরিক প্রতিবন্ধী শামীম দেওয়ানের সঙ্গে ছুটে আসে তাঁর ছেলে হৃদয় দেওয়ান (১০)। বাবা শামীম দেওয়ান হাটবাজারে গান গেয়ে কোনোরকমে সংসার চালান। নতুন জামা প্রসঙ্গে হাসি হাসি মুখে হৃদয় বলে, ‘নতুন কাপড়ের সুন্দর বাসনা (গন্ধ) ভালো লাগে।’

আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা ফজিলা (২৭), বানেছা (৩৪) জানান, তাঁদের ছেলেমেয়েরাও নতুন জামা পেয়েছে। তাঁরা বলেন, ‘আমরা ঈদ ছাড়া ছেলে মেয়েদের নতুন জামা দিতে পারি না। স্যাররা আমাদের পোলাপানরে ঈদের আনন্দ দিছে।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, উপজেলার বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রের ১৭৬টি পরিবারের সব শিশুকে নতুন জামা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিয়া চৌধুরী বলেন, ‘শিশুদের মুখে হাসি দেখে আমারও অনেক ভালো লাগছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ