হোম > ছাপা সংস্করণ

শেষ মুহূর্তে জমে উঠেছে ভোটের প্রচার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় তৃতীয় ধাপে সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৮৬ জনসহ সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা নিজ নিজ এলাকায় প্রচারে মাঠ চষে বেড়াচ্ছেন। মাত্র এক দিন পরেই ভোট, তাই দম ফেলানোর ফুরসত নেই। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে উঠান বৈঠক, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা জানাচ্ছেন ভোটের আবেদন। শেষ মুহূর্তে জমে উঠেছে ভোটের প্রচার।

সাধারণ ভোটারের শঙ্কা, আগের বারে ইউপি নির্বাচনে সরকারদলীয় লোকজন বিএনপিসহ অন্য প্রার্থীদের কেন্দ্রে ভিড়তে দেয়নি। এবার এমন পরিস্থিতি হবে কি না—এ নিয়ে সাধারণ ভোটারের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে ভোট সুষ্ঠু হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী সচেতন মহল।

অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে দেওয়া হয়েছে কড়া নির্দেশনা, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে আগে থেকেই ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। এখন পর্যন্ত উপজেলার সাত ইউনিয়নে শান্তিপূর্ণভাবে চলছে প্রচার। এখন পর্যন্ত কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।

এদিকে নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন প্রার্থীরা। বেতদীঘি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস জানান, নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে বাকি কাজগুলো সম্পূর্ণ করতে চান তিনি।

একইভাবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দৌলতপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। তিনি জানান, এলাকার সার্বিক উন্নয়নসহ সেবা করতে চাই এবং সেই সঙ্গে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন করতে চাই।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সাত ইউনিয়নের মোট ভোটার ১ লাখ ১৪ হাজার ২৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৫৮৭ জন এবং মহিলা ভোটার ৫৬ হাজার ৬৯৪ জন। ৬৪টি ভোটকেন্দ্রে ৩৫৮টি বুথে ভোটগ্রহণ করা হবে।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াজেদ আলী বলেন, তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে বলা হয়েছে। বিধি ভঙ্গের অভিযোগ পেলে, প্রমাণ সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ