বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের অষ্টম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল বুধবার সকালে বগুড়া সেনানিবাসে প্যারেড গ্রাউন্ডে এ দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এই আয়োজনে যোগ দিতে গত মঙ্গলবার সস্ত্রীক বগুড়া সেনানিবাসে পৌঁছান জেনারেল শফিউদ্দিন আহমেদ। অভিষেকে সাঁজোয়া কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাপ্রধানকে কর্নেল র্যাংক ব্যাজ ও কর্নেল কমান্ড্যান্টের ক্যাপ পরিয়ে দেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার ও জিওসি, সাঁজোয়া পরিদপ্তরের পরিচালক এবং আর্মার্ড কোর সেন্টার ও স্কুলের কমান্ড্যান্টসহ বিভিন্ন পদমর্যাদার সেনা কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। অভিষেক শেষে সাঁজোয়া কোরের বার্ষিক অধিনায়ক সমাবেশে যোগ দেন সেনাপ্রধান।