হোম > ছাপা সংস্করণ

ভুট্টার ভালো ফলনের আশা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চলতি মৌসুমে ভুট্টার ভালো ফলনের আশা করছেন চাষিরা। অন্য ফসলে লাভ কম হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন তাঁরা।

উপজেলার হাজীপুর ইউনিয়নের পটুয়া গ্রামের মো. নবাব আলী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে ২ একর জমিতে আগাম পাইওনিয়ার-৫৫ ও কাবেরী জাতের ভুট্টার চাষ করেছি। প্রতি বছরই ধানের দর পতনের কারণেই লোকসান গুনতে হচ্ছে। তাই অল্প খরচে লাভ হওয়ায় ভুট্টা চাষ করেছি।’

ওই গ্রামের মো. আল মামুন বলেন, ‘চলতি মৌসুমে দুই একর জমিতে ভুট্টার চাষ করেছি। কৃষি অফিসের পরামর্শে উন্নত জাতের সানসাইন ও পাইওনিয়ার-৩৩ ভুট্টা চাষ করেছি। এই জাতের ভুট্টায় বিঘাপ্রতি ৫০ থেকে ৬০ মণ ফলন পাওয়া যায়। বাজারে দামও ভালো রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে।’

উপজেলার জাবরহাট ইউনিয়নের চন্দরিয়া গ্রামের মো. মুক্তারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছর ছয় একর জমিতে ভুট্টার চাষ করেছিলাম। এবার ৭ একর জমিতে আগাম জাতের ভুট্টা চাষ করেছি। ভুট্টা চাষে সার কম লাগে। এ ছাড়া, সেচ, কীটনাশক ও নিড়ানি লাগে না। একেবারে কম খরচে ও স্বল্প সময়ে এ ফসল ঘরে তোলা যায়।’

উপজেলার উপসহকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘এবারে চলতি মৌসুমে ৪ হাজার ৩৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। তবে দেরি হলেও অনেক কৃষক রবিশস্য তুলে আবার অনেকেই ভুট্টা বপন করবে। এ ছাড়াও এবার দুর্জয়-৭৮, পাইওনিয়ার-৫৫, কাবেরী ১০০, রাজলক্ষ্মী, রকেট, ও সানসাইন এসব জাতের ভুট্টা কৃষকেরা লাগিয়েছেন। বাজারে ভালো দাম ও চাহিদা রয়েছে। জমিতে রোগবালাই তেমন একটা নেই। কৃষি কর্মকর্তারা চাষিদের পরামর্শ দিচ্ছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ