দিনাজপুরের পার্বতীপুরে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচনের অফিসের যৌথ উদ্যোগে গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদ কায়সার রিয়াদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জনগণকে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কাজ করছে প্রশাসন। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে ও গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ সময় সব প্রার্থীকে নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলার জন্য দুই হাত তুলে শপথ করান জেলা পুলিশ সুপার।